গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় একটি শ্রমিকবাহী বাস উল্টে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই টেপিরবাড়ি এলাকার কালার ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার ফ্যাশন লিমিটেড কারখানা শ্রমিকবাহী একটি বাস স্থানীয় বরমী এলাকার দিকে যাচ্ছিলো। বাসটি টেংরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচু ধান ক্ষেতে উল্টে পড়ে যায়। এতে ওই বাসে থাকা কমপক্ষে ২০-২৫ জন যাত্রী আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে নারী শ্রমিকও রয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জারিন রাফা দৈনিক শিক্ষাডটকমকে জানান, দুপুর সোয়া ২টার দিকে ১৩ জন শ্রমিককে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। তারা বাস উল্টে আহত হয়েছে। আহত শ্রমিকরা টেপির বাড়ি এলাকার কালার ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক।