বাড়তি ভাড়া নেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বাস টার্মিনাল অবরোধ

দৈনিক শিক্ষাডটকম, নরসিংদী |

বাড়তি ভাড়া নেয়ার প্রতিবাদ এবং মানহীন সেবার অভিযোগে নরসিংদী বাস টার্মিনাল থেকে ঢাকার গুলিস্তানগামী একমাত্র পরিবহন ‘মেঘালয় লাক্সারি’ বয়কটের ডাক দিয়ে বাস টার্মিনাল ব্লক করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আনুমানিক অর্ধশত শিক্ষার্থী আন্তজেলা বাস টার্মিনাল ব্লক করে রাখেন।

এ সময় টার্মিনাল থেকে কোনও বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং ঢাকা থেকে আসা কোনও বাসকে টার্মিনালে ঢুকতে দেখা যায়নি। এর আগে, গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘালয় লাক্সারি বয়কটের ডাক দেয় শিক্ষার্থীরা। বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে ফিরে যেতে হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, এক কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা। সেই হিসাবে, নরসিংদী থেকে ঢাকার দূরত্ব ৫২ কিলোমিটার। নিয়ম অনুযায়ী নরসিংদী থেকে ঢাকার  নির্ধারিত ভাড়া যাত্রীপ্রতি প্রায় ১১০ টাকা, অথচ এই পরিবহনটি ভাড়া নিচ্ছে ১৫০ টাকা। টার্মিনালে বিকল্প কোনও পরিবহন না থাকায় দৈনিক কমপক্ষে ৫ হাজার মানুষের এতে ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এই সিন্ডিকেট না ভাঙলে সড়কে বাড়তি ভাড়া নিয়ে বাস চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থী ও যাত্রীরা।  

সাঈদ সনো নামে এক শিক্ষার্থী বলেন, ‘যাত্রীপ্রতি তারা সিন্ডিকেট করে প্রায় ৪০ টাকার কাছাকাছি বাড়তি ভাড়া নিচ্ছে৷ সাধারণ শিক্ষার্থীরর এটা কোনোভাবেই মেনে নেবে না। মালিকপক্ষ আমাদের সঙ্গে আলোচনা করতে সম্মত হয়েছেন। ভাড়া কমানো না হলে অর্থাৎ আলোচনায় কোনও সমাধান না আসলে আমরা আরও কঠোর হবো।’

নাজমুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘একদিকে বাড়তি ভাড়া নিচ্ছে, অপরদিকে কাউন্টার ছাড়াও যাত্রী তুলছে। সাধারণ যাত্রীদের এই ভোগান্তি নিয়মিত ব্যাপার। নিত্যদিনের এই ভোগান্তি থেকে যাত্রীরা পরিত্রাণ চান। ভাড়া কমানোর পাশাপাশি যাত্রীসেবার মান উন্নত না করলে সড়কে এই পরিবহনকে চলতে দেয়া হবে না। এই পরিবহনের পাশাপাশি অন্য কোনও পরিবহনও যদি একই কাজ করে তাহলে তাদের বিরুদ্ধেও আওয়াজ তুলবে শিক্ষার্থীরা।’

এদিকে, কাউন্টারে দেখা যায়নি বাসমালিক কিংবা কার্যকরী কমিটির কাউকে। জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনকে ফোন করে সেটি বন্ধ পাওয়া যায়।


পাঠকের মন্তব্য দেখুন
৭ কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা - dainik shiksha ৭ কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু, ৮ দাবিতে জাবিতে ব্লকেড - dainik shiksha অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু, ৮ দাবিতে জাবিতে ব্লকেড শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত শিক্ষা বোর্ডের নির্দেশনা - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত শিক্ষা বোর্ডের নির্দেশনা ছাত্রাবাস খোলার দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha ছাত্রাবাস খোলার দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন - dainik shiksha ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ - dainik shiksha চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বাউবিতে বিএড প্রোগ্রামে ভর্তি, আবেদন ফি ৭০০ - dainik shiksha বাউবিতে বিএড প্রোগ্রামে ভর্তি, আবেদন ফি ৭০০ চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ - dainik shiksha চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ please click here to view dainikshiksha website Execution time: 0.0025608539581299