আগামী ১৩ তারিখ পর্যন্ত বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এরপর ৩ থেকে ৪ দিন বাড়তি থাকতে পারে তাপমাত্রা। আর ১৯ মে থেকে সারা দেশে ফের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওমর ফারুক বলেন, ঢাকায় দিনে আর সম্ভাবনা না থাকলেও রাতে হতে পারে বৃষ্টি। দেশজুড়ে এ অবস্থা আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে। এরপর ১৪ থেকে ১৮ মে বৃষ্টি কমে কিছুটা বাড়বে তাপমাত্রা।
তাপমাত্রা বাড়লেও তা আগের মতো অসহনীয় গরমের অনুভূতি দেবে না বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
ওমর ফারুক বলেন, চলতি মাসের ১৯ তারিখ থেকে আবারও দেশজুড়ে শুরু হতে পারে ভারী বৃষ্টি।
এদিকে, আজ শনিবার সকালে রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫২ কিলোমিটার।
শনিবার দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।