দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যাওয়া না হলেও নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে ভারতের ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) হলো একটি আদর্শ বিশ্ববিদ্যালয়৷ এটি বিশ্বের অন্যতম বৃহৎ দূরশিক্ষা বিশ্ববিদ্যালয়৷ নতুন দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনির্ভাসিটি (IGNOU) হলো একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান। অনলাইন শিক্ষার জন্য বিশ্বের বৃহত্তম এ বিশ্ববিদ্যালয়টি ১৯৮৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ইউনেস্কো ইগনুকে বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করেছে এবং NAAC এটিকে A++ স্বীকৃতি দিয়েছে।
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) থেকে শিক্ষা বিষয়ে বিভিন্ন কোর্স করা যেতে পারে৷ সার্টিফিকেট থেকে ডিপ্লোমা, ডিগ্রি ( স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি) করা যেতে পারে ৷ বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো দেশে ইগনুর দেয়া ডিগ্রি বৈধ ৷
বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত দুটি ভর্তি সেশন প্রতি বছরের জানুয়ারি এবং জুলাই মাসে পরিচালিত হয়। ২১টি স্কুল অফ স্টাডিজ, ৬৭টি আঞ্চলিক কেন্দ্র, ২৬৬৭টিরও বেশি লার্নার সাপোর্ট সেন্টার, ৮১০টি ফ্যাকাল্টি সদস্য এবং ২৯টি বিদেশী ইনস্টিটিউটের মাধ্যমে ইগনু ভারতে এবং অন্য কোথাও ৩০ লাখেরও বেশি শিক্ষার্থীদের দূরশিক্ষা প্রদান করে। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দূরশিক্ষার মাধ্যমে নিজের বিদেশী ডিগ্রি অর্জন করতে পারবেন৷
এজন্য ভারতে বসবাসকারী আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইগনু প্রোগ্রামগুলো সম্পন্ন করতে চাইলে তাদের সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের সাথে প্রোগ্রামগুলোর নূন্যতম সময়ের জন্য বৈধ স্টাডি ভিসার একটি অনুলিপিসহ তাদের ভর্তি ফর্ম জমা দিতে হবে৷ ইগনুর কলকাতা কার্যালয়ে যোগাযোগের ঠিকানা হলো: Senior Regional Director, IGNOU Regional Centre, Bikash Bhavan, North Block, 4th Floor
Salt Lake, Kolkata-700091
Details: www.ignou.ac.in
অনলাইনে এমবিএ, এমএসসি, এমকম, এমএসহ নানান বিষয়ে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স ইগনু থেকে করা যায় ৷
শিক্ষার্থী নিজের মেধা এবং ইচ্ছা অনুযায়ী পাঠক্রম বাছাই করে ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন৷