দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আজ শেষ হতে যাওয়া গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও দুই দিন বাড়িয়ে দিল বিএনপি। সে অনুযায়ী আগামীকাল শুক্র ও শনিবারও এ কর্মসূচি চলবে। আজ বৃহস্পতিবার বিএনপির এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি তুলে ধরেন।
গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি দিয়েছিল বিএনপি। আজ সেই কর্মসূচি শেষ হচ্ছে। রুহুল কবির রিজভী আজ বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আজ শেষ হতে যাওয়া গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও দুই দিন বাড়বে। আগামীকাল শুক্রবার এবং পরদিন শনিবারও এ কর্মসূচি অব্যাহত থাকবে।
রিজভী বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে গণসংযোগ ও লিফলেট কর্মসূচি সফল হতে চলেছে। আজও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। অনেক স্থানে এ কর্মসূচিতে বাধা এসেছে। এ কর্মসূচিতে ‘অংশ নেওয়ার জন্য’ জনগণকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান বিএনপির এই নেতা।
রিজভী তাঁর বক্তব্যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম ওরফে সোহেলসহ ১১ জনকে আটকের ঘটনার নিন্দা জানান। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের নির্বিচারে আটক ও গ্রেপ্তার চলছে বলে অভিযোগ করেন তিনি।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১২ দফায় অবরোধ কর্মসূচি পালন করে দলটি। সর্বশেষ গত রোববার ১৩তম দফায় সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি দেয় দলটি। এরপর লিফলেট ও গণসংযোগের জন্য তিন দিনের কর্মসূচি দিয়েছিল।