বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদসহ সাতজন চিকিৎসক অঙ্গদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সারাহ ইসলামের মা শবনম সুলতানা।
গত ১৮ জানুয়ারি ব্রেন ডেথ ঘোষিত সারাহ ইসলামের দুটি কিডনি এবং দুটি কর্নিয়া চারজনের শরীরে প্রতিস্থাপন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে আসেন সারাহ ইসলামের কিডনি গ্রহীতা শামীমা আক্তার। তাকে সারাহর মা জড়িয়ে আবেগে জরিয়ে ধরেন।
এ সময় শবনম সুলতানা বলেন, আমার সারাহ বেঁচে আছে অসংখ্য মানুষের মাঝে। আমি মনে করি না, সারাহ মারা গেছে। সন্তান হারানোর বেদনা আমার আছে। আমি আজকের দিনের অনুভূতি বোঝাতে পারব না।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এটি একটি অসাধারণ উদ্যোগ। সারাহ ইসলাম যে পথ দেখিয়েছেন, আশা করি এ পথে অনেকে অঙ্গ দান করবেন।
উপাচার্য জানিয়েছেন, তিনিসহ মোট সাতজন সারাহর মতো অঙ্গদানের প্রতিশ্রুতি দিচ্ছেন। এ সাতজন অঙ্গদানের জন্য তৈরি করা কার্ডে স্বাক্ষর করেছেন।