জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের বিএসসি অনার্স ইন-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) দ্বিতীয় বর্ষ ৩য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় ২২ সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ খ্রিষ্টাব্দের বিএসসি অনার্স ইন-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) দ্বিতীয় বর্ষ ৩য় সেমিস্টার (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হলো।
পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন ৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
কলেজ থেকে অনলাইনে ডাটা এন্ট্রি/ফরম পূরণ নিশ্চয়ন ২৩ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
কলেজ থেকে ফরম পূরণের ফি‘র টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে পারবেন ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।