বিজবাগ রাব্বানিয়া আলিম মাদরাসায় সরকারি বিধি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এবং সর্বশেষ পরিমার্জন অনুযায়ী শূন্য পদে ০১ জন উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি বা ইসলামি বিশ্ববিদ্যালয়/ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদরাসা সমূহ হতে কামিল ডিগ্রি অথবা ইসলামি বিশ্ববিদ্যালয় হতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা : সহকারী অধ্যাপক পদে ৩ বছরের অভিজ্ঞতা এবং প্রভাষক হিসেবে (আরবি বিষয় সমূহে) ৯ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা দাখিল মাদরাসার সুপার/সহ সুপার হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা এবং দাখিল পর্যায়ে (আরবি বিষয় সমূহে) ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। তবে এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে ০২ বছর এবং পিএইচডি ডিগ্রিধারীর ক্ষেত্রে ৪ বছর অভিজ্ঞতা শিথিলযোগ্য। বেতন গ্রেড- ৬, বেতন স্কেল-৩৫,৫০০-৬৭,০১০টাকা আগামী ০২ আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দে বিকেল ৪ ঘটিকার মধ্যে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরৎযোগ্য) সনদ, এনআইডি, ছবি ২ কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করুন।
যোগাযোগ:- অধ্যক্ষ, বিজবাগ রাব্বানিয়া আলিম মাদরাসা, গ্রাম ও ডাকঘর- বিজবাগ, উপজেলা- সেনবাগ, জেলা-নোয়াখালী।
মোবাইল: 01827-892482