বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড ও পূর্বপরিকল্পনার সঙ্গে জড়িত সবাইকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ৬৪ জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর ঐক্য-২০০৯ সংগঠনের নেতারা।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন তারা।
বক্তারা বলেন সুষ্ঠু তদন্তের পাশাপাশি সব নিরপরাধ বিডিআর সদস্যকে সরকারি সব প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুর্নবহাল ও বিস্ফোরক আইনের মামলায় যারা দীর্ঘ ১৫ বছর যাবৎ জেলখানায় আটক আছেন তাদের পিপি নিয়োগ করে জামিনের ব্যবস্থা করারও দাবি করেছেন ৬৪ জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর ঐক্য।
৬৪ জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর ঐক্য আহ্বায়ক সাঈদ আহমেদ খান বলেন, সুষ্ঠু তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সময় দিতে চাই। ইতোমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
সাইদ আহমেদ খান আরো বলেন, আশাকরি বর্তমান সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সব প্রকার অপরাধী ও চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করবেন। জেলখানায় আটক নিরাঅপরাধ বিডিআরদের জেল মুক্তিসহ সব প্রকার নিরাপরাধ বিডিআরদের সরকারি সব সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনঃবহালের ব্যবস্থা করবেন।