আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিরা এদেশে এলে আমরা যাই। আমরা গেলে তারা আসে। কিছুদিন আগে চায়নাতে আমাদের একটি প্রতিনিধি দল গেছে। এ ছাড়া আরেক প্রেসিডিয়াম মেম্বারের নেতৃত্বে ভারতে গিয়েছে। প্রতিনিধিরা আসবে আমারাও যাবো এটাই তো নিয়ম। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। কোনো বন্ধু আমাদের ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। আমরা জনগণের সঙ্গে আছি।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলার মাতা, বাংলাদেশের নেতা’ শীর্ষক ছাত্রী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, এ বছর পৃথিবীর মোট ২২টি দেশে নির্বাচন হবে। বাংলাদেশ কী এমন অপরাধী দেশ ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ ঘুরে ঘুরে সবাই শুধু বাংলাদেশে। আমরা কি বিপদে আছি! ঘুরে ফিরে এখানে আসে, নাইজেরিয়ার কোনো খবর নাই, সোমালিয়ার খবরই নাই, কঙ্গোর খবরই নেই ওই সব দেশে কী হচ্ছে? প্রতিদিন সুদানে সংঘর্ষে নিরীহ মানুষ শিকার হচ্ছে, অনাহারে দিন কাটাচ্ছে। এসব নিয়ে কারো কি মাথা ব্যথা আছে?
ওবয়াদুল কাদের আরো বলেন, কক্সবাজারে উখিয়া টেকনাফে জনসংখ্যা চার লাখের বেশি মানুষ। এই জনসংখ্যার মধ্যে ১১ লাখ এসেছে সেটি বাড়তে বাড়তে এখন ১২-১৩ লাখ হয়েছে। বাংলাদেশ কীভাবে এই লোকগুলোদের খাওয়াবে?
১৫ আগস্ট প্রসঙ্গে তিনি বলেন, ১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। প্রমাণ আছে, খুনিদের নিজেদের জবানবন্দিতে। সব স্পষ্ট, কে বলেছিলো ইউ হ্যাভ ডান অ্যা গুড জব, মেজর ডালিম।
বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র আপনার হাতে নিরাপদ না। ৩ নভেম্বর, ১৫ আগস্ট, ২১ আগস্টে যারা খুনিরাও খুনের মাস্টারমাইন্ড, তাদের হাতে মুক্তিযুদ্ধ গণতন্ত্র, মানবাধিকার নিরাপদ না। আজকে এই মহলটি আমাদের সঙ্গে সংঘাতে মেতে উঠেছে। এই মাটি, এর গভীরে আওয়ামী লীগের শেকড়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সভাপতি মাজহারুল কবির শয়নসহ কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।