বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ ও চাকরিপ্রত্যাশী বাংলাদেশি শিক্ষার্থীদের সনদ অনলাইনে সত্যায়নে ব্যবহৃত অ্যাপোস্টিল প্লাটফর্ম ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদার করার পরামর্শ দিয়েছেন শিক্ষিাবিদ ও সংশ্লিষ্টরা।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে অ্যাপোস্টিল প্লাটফর্ম বাস্তবায়নে একটি মনিটিরিং টিম গঠন করার পরামর্শ দেয়া হয়।
বৃহস্পতিবার ইউজিসি অডিটরিয়ামে ‘দেশের সব বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রি নিয়ে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের সনদ অনলাইনভিত্তিক অ্যাপোস্টিল প্লাটফর্মে সত্যায়ন’ শীর্ষক এক কর্মশালায় তারা এ কথা বলেন। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক মো. ওমর ফারুখের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) ড. শাহ্ মোহাম্মদ তানভীর মনসুর।
প্রফেসর ফায়েজ বলেন, অ্যাপোস্টিল প্লাটফর্ম এমনভাবে পরিচালনা করতে হবে যেনো শিক্ষার্থীদের সনদ সত্যায়নে কোনো বিতর্ক তৈরি না হয়। সনদ সত্যায়নে এই পদ্ধতি ইতিবাচক ফল নিয়ে আসবে। এতে শিক্ষার্থীদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে এবং তাদের ভোগান্তি কমবে বলে তিনি জানান।
প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, প্রতিবছর বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষাগ্রহণে বিদেশে যাওয়ার প্রক্রিয়া স্বচ্ছ, সহজ এবং ব্যয় সাশ্রয় করতে হবে। এক্ষেত্রে এপোস্টিল পোর্টাল ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তিনি পোর্টালটিকে যুগোপযোগী ও জনপ্রিয় করারও পরামর্শ দেন।
উল্লেখ্য, বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ‘এপোস্টিলমাইগভ’ প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের এটুআই এবং ইউজিসি উচ্চশিক্ষা স্তরের সার্টিফিকেট অনলাইনে সত্যায়ন বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও আইটি কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ ছাড়া অনুষ্ঠানে কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, এটুআই এবং ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।