যশোরের চৌগাছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই তিন সহকারী শিক্ষককে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। গত আগস্ট মাসের ১ থেকে ৩০ তারিখের বিভিন্ন সময় তাদের বরখাস্ত করা হয়।
সর্বশেষ ৩০ আগস্ট গুরুদণ্ড হিসেবে চাকরিচ্যুত করা হয় উপজেলার বড়খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিশাত মুনাওয়ারাকে। তিনি ২০২২ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বর চিকিৎসা ছুটির আবেদন করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্রে চলে যান।
এর আগে গত ২ আগস্ট চাকরি থেকে বরখাস্ত করা হয় কংশারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা সাত্তারকে। তিনি ২০২২ খ্রিষ্টাব্দে যশোর পিটিআইয়ে শিক্ষক প্রশিক্ষণে যোগ দেন। এরপর একই বছরের ১২ থেকে ২২ মে পর্যন্ত বিনা অনুমতিতে সেখানে অনুপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার মাজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা জিনিয়া চলতি বছরের ২৪ জানুয়ারি বিদ্যালয়ে যোগদান করেন। এক মাস পর ২৩ ফেব্রুয়ারি থেকে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চীনে লেখাপড়া করতে চলে যান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সব প্রক্রিয়া শেষে তাঁদের মধ্যে দুজনকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে অব্যাহতি দেয়া হয়।