বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর সবাই ফেল

নড়াইল প্রতিনিধি |

যশোর শিক্ষা বোর্ডের তিন স্কুলের কোনো শিক্ষার্থীই এবার এসএসসিতে পাস করেনি। এরমধ্যে রয়েছে নড়াইল সদর উপজেলার তালতলা-মূলদাইড় মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল মাত্র তিন শিক্ষার্থী। তারা কেউই পাস করতে পারেনি।

তালতলা গ্রামের বাসিন্দা জাহিদ মোল্যা জানান, ১৯৯৭ খ্রিষ্টাব্দে স্কুলটি স্থাপিত হয়। সে সময় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল বেশ। তবে দীর্ঘদিন চেষ্টার পরও স্কুলটি এমপিওভুক্ত না হওয়ায় ক্ষোভে একে একে স্কুল ত্যাগ করেন প্রায় সব শিক্ষক। একই সঙ্গে কমতে থাকে শিক্ষার্থীদের সংখ্যাও।

ওই এলাকার আরেক বাসিন্দা মো. ডাবলু বলেন, এখন স্কুলে মাত্র পাঁচজন শিক্ষক রয়েছে। তাদের নেই কোনো বেতন-ভাতা। ফলে পড়ালেখাও তেমন হয় না। স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। শিক্ষক সংকট ও পড়ালেখার ভালো পরিবেশ না থাকায় এলাকার শিক্ষার্থীরা চলে যাচ্ছে বাইরের স্কুলে।

ফলাফলের বিষয়টি স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম ফকির বলেন, গত কয়েকবছর স্কুল থেকে যারা পরীক্ষা দিয়েছে তার প্রায় শতভাগ পাস করেছে। তারপরও স্কুল এমপিওভুক্ত হয় না। বিনা বেতনে কে কতদিন শ্রম দেবে। আর শিক্ষার্থীরাও এ স্কুলে তেমন আসতে চায় না।

এদিকে নড়াইলের এই বিদ্যালয়সহ যশোর বোর্ডের তিনটি বিদ্যালয়ের সবাই ফেল করায় এসব শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।

নড়াইল জেলা শিক্ষা অফিসার মো. হায়দার আলী  বলেন, এই ডিজিটাল যুগে শতভাগ ফেল মেনে নেওয়া যায় না। তবে শিক্ষার্থী মাত্র তিনজন হওয়ায় এবং শিক্ষকরা বেতন না পাওয়ায় এ সমস্যা হয়েছে। আমরা চেষ্টা করবো নড়াইলে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028119087219238