নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাইঞ্জা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৭টি ল্যাপটপ চুরি গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয় কর্তৃপক্ষ চুরির ঘটনাটি জানতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌফরোল ইসলাম জানান, সম্প্রতি তথ্য ও যোগাযোগ অধিদপ্তর কর্তৃক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ১৭টি ল্যাপটপ দেওয়া হয়েছে। ল্যাবটি বিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায়। বর্তমানে বিদ্যালয়ে শীতকালীন অবকাশ চলছে। ফলে জরুরি কোনো কাজ ছাড়া শিক্ষকেরা কেউ স্কুলে যান না। রাতে নৈশপ্রহরী থাকেন। আজ বেলা ১১টার দিকে নৈশপ্রহরী তৃতীয় তলায় গিয়ে দেখেন ল্যাব কক্ষের দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখেন ১৭টি ল্যাপটপ নেই।
পরে বিষয়টি নৈশপ্রহরী ফোনে তাকে জানান। নৈশপ্রহরীকে জিজ্ঞেস করলে জানান, গতকাল শনিবার দিনগত রাতে দায়িত্ব পালনের একপর্যায়ে তিনি প্রধান শিক্ষকের কার্যালয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়িতে চলে যান। বেলা ১১টার দিকে তিনতলায় গিয়ে চুরির ঘটনাটি জানতে পারেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়ার হোসেন মাস্টার বলেন, ‘এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরি সভা হয়েছে। সভায় থানায় মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন। সঙ্গে সঙ্গেই থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।’