সরকারি নির্দেশ অমান্য করে এখতিয়ার বহির্ভুতভাবে রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজ পাঁচ দিনের ছুটি ঘোষণা করায় প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি এ কে এম দেলোয়ার হোসেনকে শোকজ করেছে ঢাকা বোর্ড। নির্দেশনা অমান্য করায় কেনো তাকে অ্যাডহক কমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হবে না তার কারণ জানাতে সভাপতিকে বলেছে বোর্ড।
বৃহস্পতিবার ঢাকা বোর্ড থেকে সভাপতিতে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে নির্দেশনা না মানার ব্যাখ্যা বোর্ডে জমা দিতে বলা হয়েছে প্রতিষ্ঠানটির সভাপতিকে।
জানা গেছে, গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি স্বাক্ষরিত এক নোটিশে ৯ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত ক্লাস ও সব দাপ্তারিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিলেন। প্রতিষ্ঠানের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেনের সঙ্গে দ্বন্দ্বের জেরে জারি করা এ নির্দেশনা এখতিয়ার বহির্ভূত ও সরকারি নির্দেশনা অমান্য করার শামিল বলে জানিয়েছে ঢাকা বোর্ড।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, ৯ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত মনিপুর স্কুলের ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম বন্ধের ঘোষণাটি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ছুটির তালিকার লঙ্ঘন। প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি তিন দিন। সভাপতির দেয়া ৫ দিন ছুটির ঘোষণা এখতিয়ার বহির্ভূত ও সরকারের জারি করা নির্দেশনা অমান্য করার শামিল।
শোকজ নোটিশে আরও বলা হয়েছে, ২০২৩ খ্রিষ্টাব্দের ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম শিক্ষক মো. জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়ায় অবহেলা করেছিলেন অ্যাডহক কমিটির সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন।
এ পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশ পালনে অনীহা ও সরকারের জারি করা নির্দেশনা অম্যান্য করার কারণে কেনো এ কে এম দেলোয়ার হোসেনকে অ্যাডহক কমিটির সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হবে না সে বিষয়ে ব্যাখ্যা ঢাকা বোর্ডকে জানাতে বলা হয়েছে সভাপতিকে। তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা বোর্ডের কলেজ পরিদর্শকের কাছে জমা দিতে সভাপতি এ কে এম দেলোয়ার হোসেনকে নির্দেশ দেয়া হয়েছে নোটিশে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।