‘জীবনের একমাত্র অর্থই হচ্ছেই মানবতার সেবা করা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে টাঙ্গাইলের গোপালপুরে প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। বুধবার গোপালপুরে সূতী ভিএম পাইলট হাইস্কুল মাঠে এসএসসি ১৯৮৯ ও ১৯৯০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এ স্বাস্থ্যক্যাম্পের আয়োজন করেন। ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। স্বাস্থ্যক্যাম্প উদ্বোধন করেন বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. অধ্যাপক রফিকুল ইসলাম, ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথসহ আরো অনেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে চিকিৎসকরা আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।