দৈনিক শিক্ষাডটকম, কাঠালিয়া (ঝালকাঠি) : বিভাগীয় পর্যায়ে ‘জয়িতা’ সম্মননা পেলেন ঝালকাঠি জেলার কাঠালিয়ার নারী নেত্রী ও সাংবাদিক ইসরাত জাহান রুমা। গতকাল মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলানায়তনে এ সম্মাননা দেয়া হয়।
ইসরাত জাহান রুমা কোস্টাল জার্নালিজম ফোরামের সভাপতি ও স্থানীয় দৈনিক শতকন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন খানের সহধর্মিণী। এবং কাঠালিয়া সদরের স্কুলশিক্ষক মরহুম মোতালেব হোসেন ও সদর ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য মমতাজ বেগমের মেয়ে।
এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর।
‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এই স্লোগানকে সামনে রেখে এবং ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো.শওকত আলী।
সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক কেয়া খান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জেরে অতিরিক্ত ডিআইজি মো. শহীদুল্লাহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচি পরিচালক সালেহা বিনতে সিরাজ ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। পরে জয়িতাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, ইসরাত জাহান রুমা ইতোপূর্বে উপজেলা ও জেলা পর্যায় অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন। তিনি পিস ফ্যাসিলেটর গ্রুপ পিএফজির একজন নারী নেত্রী, উপজেলা সুজন, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতীয় দৈনিক জনতা ও দৈনিক শতকন্ঠ’র উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। ইসরাত জাহান রুমা কাঠালিয়া প্রেসক্লাবের সাবেক মহিলা সম্পাদক ছিলেন।