দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম : যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। হাইড্রোলিক ব্রেক বিকল হলেও পাইলট ও বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় রক্ষা পেল ফ্লাইটটির যাত্রী ও ক্রুরা।
আজ শুক্রবার সকাল পৌনে ৯টার পর ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।
শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম উদ্দিন জানান, সকাল পৌনে ৯টায় ১৯১ যাত্রী ও ৭ ক্রু নিয়ে এয়ার এরাবিয়ার ফ্লাইট জি ৯৫২৬ ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম আসে। অবতরণের আগেই পাইলট হাইড্রোলিক ব্রেকে সমস্যার কথা বিমানবন্দরের কন্ট্রোল রুমে জানায়। সে অনুযায়ী রানওয়েতে ব্যবস্থা নেওয়া হয়। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করলে বিকল্প ব্যবস্থায় সেটি সরিয়ে নেওয়া হয়।
সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন বলেও জানান তসলিম উদ্দিন।