নাটোরের বড়াইগ্রামে একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার ও ৪ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশিকালে ওই তক্ষক উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ৪ পাচারকারীকে।
মামলা দায়ের করে চার পাচারকারীকে গ্রেফতার দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত তক্ষকটি বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
তক্ষকসহ আটক হওয়া পাচারকারীরা হলেন, উপজেলার মৌখড়া এলাকার আব্দুল মজিদ, শ্রীরামপুর এলাকার সুজন আহমেদ, গোপালগঞ্জের সদর উপজেলার ইসলাম পাড়া গ্রামে নাসির উদ্দিন এবং ঢাকার ধামরাইর দক্ষিণ পাঠানতলা এলাকার তৌফিক এলাহি।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক দৈনিক শিক্ষাডটকমকে জানান, শুক্রবার বিকেলে উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যানবাহন পরীক্ষার জন্য চেকপোস্ট বসায় পুলিশ। এসময় ঢাকার ধামরাই থেকে নাটোরমুখী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে একটি তক্ষক উদ্ধারসহ চারজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। আর তক্ষকটি বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।