বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি, চলছে প্রস্তুতি

দৈনিক শিক্ষাডটকম, গাজীপুর |

দৈনিক শিক্ষাডটকম, গাজীপুর : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হতে যাচ্ছে তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা।

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমা। এবারও দুই পর্বে হবে ইজতেমা। ২ থেকে ৪ ফেব্রুয়ারি– প্রথম পর্বে মাওলানা জুবায়েরপন্থিরা; চার দিন বিরতি দিয়ে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বে জড়ো হবেন মাওলানা সা’দের অনুসারীরা। অনুকূল আবহাওয়া থাকায় এবার অন্যান্য বছরের তুলনায় বেশি জমায়েত আশা করছেন আয়োজকরা।

গতকাল বুধবার সরেজমিন দেখা যায়, মাঘের তীব্র শীত উপেক্ষা করে তুরাগ তীরে স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। তাবলিগের শীর্ষ মুরব্বিদের নির্দেশনায় জামাতভুক্ত মুসল্লিরা ময়দান প্রস্তুতের বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ ময়দানে নামাজ পড়ার জামাতের দাগ টানছেন, কেউ সেলাই করছেন প্যান্ডেলের চট। মাঠের উত্তর-পশ্চিম প্রান্তে প্রস্তুত হচ্ছে চটের কামরা। হচ্ছে মঞ্চ নির্মাণও।

স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, ইজতেমা ময়দানে খুঁটি বসানো প্রায় শেষ। বিদ্যুৎ, পানি, গ্যাস, সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে তাবলিগ জামাতের লোকজন ও সরকারের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টরা কাজ করছেন। ঢাকার যাত্রাবাড়ী এলাকার আনোয়ারুল ইসলাম ১৫০ সঙ্গী নিয়ে কাজ করতে এসেছেন ময়দানে। তিনি বললেন, আল্লাহর মেহমানরা ইবাদত-বন্দেগি করতে আসবেন। তারা যেন সুন্দরভাবে ইবাদত করতে পারেন, সেদিকে খেয়াল রেখে কাজ করা হচ্ছে। বিদেশি মেহমানদের সুন্দর পরিবেশ দিতে কামলা পরিষ্কার করছেন বলে জানান টঙ্গীর দত্তপাড়া এলাকার মাজহারুল ইসলাম।

ছবি: সংগৃহীত

ইতোমধ্যে ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে।  ইজতেমা শুরুর আগেই বাকি কাজ শেষ হবে বলে জানালেন মাওলানা জোবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মুফতি জহীর ইবনে মুসলিম। তিনি বলেন, এবার মুসল্লিদের উপস্থিতি বেশি হবে ধরে নিয়েই ময়দান প্রস্তুত করা হচ্ছে।

বিশ্ব ইজতেমা উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেছেন, দুই পর্বের ইজতেমা সফলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকে নিয়ে একাধিক প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তাসহ সব বিষয় সমন্বয় করা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল বলেছেন, ইজতেমা ময়দানের চারপাশে সরকার তিন তলা বিশিষ্ট ৩১টি টয়লেট ভবন করেছে। অজুখানা পাকা ছাড়াও কয়েক কোটি টাকা খরচ করে ময়দানের নিচু জায়গায় মাটি ফেলা হয়েছে। মুসল্লিদের ভোগান্তি এড়াতে ময়দানে নানা উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ময়দানে প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডার ও ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম চলছে। নিয়মিত পানি ছিটানো হচ্ছে। মুসল্লিদের যে কোনো সমস্যা সমাধানে সিটি করপোরেশনের টিম কাজ করবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, এবার ইজতেমার নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও রুফটপ থেকে পুরো ইজতেমা ময়দানে নজরদারি করা হবে। এ ছাড়া স্পেশালাইজড টিমসহ প্রতিটি খিত্তায় সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য দায়িত্বে থাকবেন। প্রতি খিত্তায় দুটি করে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা হবে। তুরাগ নদে থাকবে নৌ টহলও।


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা - dainik shiksha শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি - dainik shiksha দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - dainik shiksha ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা - dainik shiksha রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0051839351654053