দৈনিক শিক্ষাডটকম, টঙ্গী (গাজীপুর) : শুক্রবার শুরু হয়েছে আলমি শুরার (মাওলানা যোবায়েরপন্থী) বিশ্ব ইজতেমা। আজ শনিবার ইজতেমার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে ইজতেমায় আগত মুসল্লিরা ইবাদতে মশগুল রয়েছেন। শনিবার ফজর নামাজের পর থেকে বয়ান করেছেন মুম্বাইয়ে মাওলানা আব্দুর রহমান হাফিঃ। জোহরের পর মাওলানা ইসমাইল হাফিঃ (গোধরা), বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফি ও বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করবেন। ইজতেমা মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সকাল ৭টা পর্যন্ত ৪৯টি দেশের বিদেশি মুসল্লি এসেছেন ২ হাজার তিনশত চারজন। এর মধ্যে উর্দু খিমায় আগত বিদেশি মুসল্লি ৭শত ৫০ জন। ইংলিশ খিমায় ৭শত ৭৬ জন। আরব খিমায় ২ শত ৪২ জন। বাংলা খিমায় ৫ শত ৩৬ জন।
রোববার ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান করবেন মাওলানা জিয়াউল হক। হেদায়েতের বয়ান শেষে মোনাজাত শুরু হবে বলে জানান ইজতেমা আযোজক কমিটি।
হাবিবুল্লাহ রায়হান জানান, রোববার ফজরের পর হেদায়েতি বয়ান শেষে মোনাজাত শুরু হবে। ১১ থেকে ১২টার মধ্যে মোনাজাত শুরু হবে। মোনাজাত কে করাবেন তা আজ রাতে নির্ধারণ হবে।