বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সরকারি কলেজ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এক দফা দাবি হিসেবে তাদের জাতীয়করণ ঘোষণা চান। এ সময় শিক্ষকদের দুর্বিসহ জীবন-যাপন নিয়ে আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে নীলফামারী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন নীলফামারী সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মো. ওবায়দুল আনোয়ার ও জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমরা আমাদের এখান থেকে আপনাদের দাবির কথাগুলো ওপর মহলে তুলে ধরবো। আমরা চাই যে দাবি আদায় না হলেও কিন্তু আপনারা শিক্ষক আপনারা সেই মহান পেশার প্রতি সম্মান জানিয়ে আসছেন। আপনারা সেই কাজটুকু শতভাগ করছেন। আমি চাই আপনাদের সহযোগিতা।