২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে আইএসটি মেম্বার হিসেবে অংশগ্রহণের সুযোগ পেলেন বিসিএসআইআর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. ইদ্রিস আলী (উড ব্যাজার) সিএলটি সম্পন্নকারী এবং গ্রুপ কমিটির সভাপতি, বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ, সভাপতি, বাংলাদেশ স্কাউটস নিউমার্কেট থানা, সাবেক কমিশনার, বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রো, সাবেক সম্পাদক, বাংলাদেশ স্কাউটস মনিরামপুর উপজেলা, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস যশোর জেলা।
আগামী ১ থেকে ১২ আগস্ট দক্ষিণ কোরিয়ার সিমান গুম শহরে বিশ্ব স্কাউটিংয়ের এই মিলন মেলা অনুষ্ঠিত হবে। মো. ইদ্রিস আলী ২০১৫ খ্রিষ্টাব্দে ২৩তম বিশ্ব জাম্বুরী জাপানে এবং শ্রীলংকা ১০০তম জাম্বুরীতে আইএসটি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার কারণে ২০১১ খ্রিষ্টাব্দে কানাডার কুইন্স ইউনিভার্সিটি এবং ২০১৯ খ্রিষ্টাব্দে থাইল্যান্ডে ক্যাসেটার্ট ইউনিভার্সিটিতে সরকারী ব্যবস্থাপনায় লিডারশীপ ট্রেনিং করেছেন। তিনি বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্টিফিকেট, মেডেল অব মেরিট, বার টু-দি ম্যাডেল অব ম্যারিট, লং সার্ভিস ডেকারেশন এ্যান্ডাল্ড সিএনসি'স অ্যাওয়ার্ড, সভাপতি অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
এ ছাড়াও তিনি অত্র প্রতিষ্ঠান থেকে স্কাউট শিক্ষার্থী ও শিক্ষক নেপাল, ইন্ডিয়া, শ্রীলংকা, লন্ডন, সুইডেন, জাপান এবং এ-বছর ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরী কোরিয়াতে দুই জন ছাত্র এবং দুই জন ছাত্রী, একজন স্কাউট লিডার এবং গ্রুপ কমিটির সভাপতি অংশগ্রহণ করেছেন।
তিনি সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থী।