নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে গেল বাংলাদেশ নারী দল।
শনিবার পচেফস্ট্রোমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১০৬ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট ও ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা নারী দল।
এর আগে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে নাম লিখিয়েছিল বাংলাদেশের মেয়েরা। প্রথমপর্বে হারিয়েছিল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে।
অল্প রানের পুঁজি হলেও স্বাগতিকদের ভালোই চেপে ধরে বাংলাদেশ। মাত্র ৩৩ রানেই ৪ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগায়। কিন্তু পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি গড়ে প্রোটিয়াদের জয়ের পথ সুগম করেন ম্যাডলসন ল্যান্ডসম্যান ও কারাবো মেসো। ল্যান্ডসম্যান ৩৭ রানে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকা মেসোর ব্যাট থেকে আসে ৩২ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন রাবেয়া এবং একটি শিকার করেন মারুফা আক্তার।
এর আগে ওপেনিংয়ে নেমে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার মিষ্টি সাহা ও আফিয়া প্রত্যাশা। মিষ্টি সাহার ১২ এবং প্রত্যাশার ব্যাট থেকে আসে মাত্র ২১ রান। তিন নম্বরে নেমে মাত্র ১৭ রান করে ফিরেছেন আরেক ব্যাটার দিলারা আকতার। এরপর স্বর্ণা আক্তার ২০ ও সুমাইয়া ২৪ রান করে ফেরেন। শেষদিকে ৮ রান করে অপরাজিত থাকেন রাবেয়া আক্তার।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন কায়লা রেনেকে।
আগামী ২৫ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।