বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং বাড়াতে কাজ শুরু করেছে ইউজিসি

নিজস্ব প্রতিবেদক |

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং বাড়াতে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিগত দিনের শর্তপূরণ ও তথ্য আদান প্রদান না করায় বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে পড়েছে বলে সভায় জানানো হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ইউজিসি অডিটোরিয়ামে নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিতকরণে উত্তম চর্চা বিষয়ে এ সভায় কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ নওয়াজ এসব কথা বলেন। সভায় ইউজিসি সচিব ও বিভাগীয় প্রধানরা নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিতে অনুসৃত উত্তম চর্চার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় উত্তম চর্চার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক শাহ্ নওয়াজ আলী বলেন, নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিত করতে হলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড আরও যুগোপযোগী করতে হবে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশাল জনগোষ্ঠী কাজ করে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভালো কাজগুলো তুলে ধরার আহ্বান জানিয়ে ইউজিসির এ সদস্য বলেন, শিক্ষাক্ষেত্রে সরকারের অভিষ্ঠ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে। দাফতরিক কাজে উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি সহায়তায় কর্মসম্পাদনের পরামর্শ প্রদান করেন তিনি।

বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় না থাকা সম্পর্কে প্রফেসর শাহ্ নওয়াজ বলেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো র‌্যাংকিংয়ের আবশ্যকীয় কিছু শর্ত পূরণে ব্যর্থতা ও যোগাযোগের অভাবে র‌্যাংকিংয়ে পিছিয়ে রয়েছে। র‌্যাংকিংয়ে যেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো অবস্থানে যেতে পারে সে লক্ষ্যে ইউজিসি কাজ শুরু করেছে।

সভায় ইউজিসি সচিব ড. মো. খালেদ, স্ট্র্যাটেজিক প্লানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.004749059677124