রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের এক দফা দাবিতে শিক্ষার্থীরা বিষ পান করেনি, সেই সঙ্গে তীব্র গরমে হিট স্ট্রোকে সাত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
রোববার দুপুর পৌনে দুইটার দিকে দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনের অন্যতম মুখপাত্র তসলিম চৌধুরী।
এখন পর্যন্ত কতোজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এমন প্রশ্নের জবাবে তসলিম চৌধুরী বলেন, এখন পর্যন্ত সব মিলিয়ে সাত জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। পরবর্তীতে তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে আন্দোলনের আরেক মুখপাত্র বলেন, সব মিলিয়ে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই এর ভেতরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তিনি আরো বলেন, আমরা ক্লাসে ফেরত যেতে যাই। আমাদের দাবি মেনে নিয়ে লিখিত নোটিশ দিলেও আমরা ফিরে যাবে। আমরা রাজপথে থাকতে চাই, সেই এটাও চাই না সাধারণ জনগণ দুর্ভোগে পড়ুক।
এর আগে সোয়া ১২ টার দিকে তাঁরা নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে নীলক্ষেতের দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।