রাজধানীর মিরপুরের বিসিআইসি কলেজর অধ্যক্ষ কর্নেল মহিউদ্দীন মো. জাবেদ, এসইউপি, পিএসসি,জি-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় । এতে কলেজটির জ্যেষ্ঠ শিক্ষকরা এবং সদ্য বিদায়ী অধ্যক্ষ মহিউদ্দীন মো. জাবেদ বক্তব্য দেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে কর্নেল মহিউদ্দীন মো. জাবেদ ২০২২ খ্রিষ্টাব্দের ৩০ নভেম্বর বিসিআইসি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ হতে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে ২৩ বিএমএ লং কোর্স-এ বাংলাদেশ মিলিটারী একাডেমীতে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে তিনি ১৯৯০ খ্রিষ্টাব্দের ২০ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টে কমিশন লাভ করেন।
দীর্ঘ ৩২ বছরের চাকুরী জীবনে কর্নেল জাবেদ সামরিক ও অসামরিক প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি সামরিক প্রশিক্ষণ ও ডিগ্রী অর্জনের পাশাপাশি MDS, MSC (Tech) এবং MBA ডিগ্রী অর্জন করেন। তিনি ২০১০ হতে ২০১৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে পরিচালনা পর্ষদের সচিব (এএজি ক্যাডেট কলেজ) হিসেবে এবং আর্মি স্কুল অব এ্যাডুকেশন এন্ড এ্যাডমিনিস্ট্রেশনের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ আনসার ভিডিপি বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) ও বিজিবির উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।