আমাদের বার্তা প্রতিবেদক: রাজধানীর মিরপুরের বিসিআইসি কলেজে আইটি ক্লাবের পঁচিশতম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, আমরা গর্বের সঙ্গে আইটি ক্লাবকে বিসিআইসির ‘সর্বাধিক সম্ভাবনাময় ক্লাব’ আখ্যা দিতে পারি। কেনোনা ক্লাবটি তার সংক্ষিপ্ত যাত্রাপথেই সম্ভাবনাময় সফলতার ছাপ ফেলেছে।
ইতোমধ্যে, আইটি ক্লাবের ৩টি কর্মশালা ও গ্রাফিক্স ডিজাইনের একটি কোর্স সফলভাবে সমপন্ন হয়েছে, যার মাধ্যমে আমাদের ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে প্রতিযোগিতাময় বিশ্বে নিজেদেরকে অন্যদের তুলনায় এগিয়ে রাখতে সক্ষম হবে, যোগ করেন তিনি।
তারই ধারাবাহিকতায় ক্লাবের যাত্রাকে এগিয়ে নিতে বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল তৌহিদুল ইসলামের উদ্যোগে গতকাল শনিবার ২৫তম ব্যাচের আইটি উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে আগত সবাইকে স্বাগত জানান অধ্যক্ষ।
তিনি বলেন, ‘জার্নি উইথ শিখবে সবাই: আইটি ক্লাব’ এর নানা কার্জক্রমের সফল বৃত্তান্ত শিখবে সবাই’কে ছাড়া বর্ণনা করা যেনো অসম্ভব।
এই সংক্ষিপ্ত যাত্রাপথ ‘শিখবে সবাই’ আমাদের পাশে ছিলো সার্বিকভাবে। তাদের সর্বোচ্চ প্রচেষ্টা ও মনিটরিংয়ের ফলেই আমাদের ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা আইটিতে ধারণা পেয়েছেন। সবাই আইটি ও গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হয়ে উঠছেন, যোগ করেন তিনি।
পরে ‘শিখবে সবাই’র গ্রাফিক্স ডিজাইন কোর্সের সার্টিফিকেট বিতরণ এবং নতুন ভিডিও ইডিটিং কোর্সের ঘোষণা করেন অধ্যক্ষ।
প্রসঙ্গত, কলেজটির আটি ক্লাবের পদযাত্রায় এক নতুন অধ্যায় সংযোজিত হতে যাচ্ছে। এ আইটি ক্লাব গতবছর ঠিক এমনই এক সময়ে কলেজটির সাবেক অধ্যক্ষ কর্নেল মহিউদ্দিন মোহাম্মদ জাবেদের তত্ত্বাবধানে কলেজের সহ-শিক্ষাক্রমকে সমৃদ্ধ করে তোলার দৃঢ় প্রয়াস ও বাস্তবায়ন। ২০২৩ খ্রিষ্টাব্দের ৩১ জুলাই বিভিন্ন ক্লাবসহ আইটি ক্লাবের যাত্রার সূচনা ঘটে।