সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক দিনের বিজ্ঞপ্তিতে ৪৪ ও ৪৬ বিসিএস স্থগিত করেছে। এক দিনে দুই বিসিএস স্থগিতের ঘটনা বিরল। এসব পরীক্ষা কবে শুরু হবে, সে কথা জানে না পিএসসি। স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার বিষয়ে সরকারকে অবহিত করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত পেলেই পরীক্ষাগুলো শুরু করা হবে।
রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের কারণেও জটিলতায় রয়েছে পিএসসি। যদিও এ বিষয়ে টানেলের শেষ প্রান্তে আলোর রেখা দেখতে পাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কারণ পিএসসির নিজস্ব তদন্তে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণ হয়নি। সেই তদন্ত রিপোর্ট সরকারের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।