ঝালকাঠি সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া জাহাজের উড়ে যাওয়া অংশ নদীর ভেতর শনাক্ত হয়েছে। তা উদ্ধারে বিআইডব্লিউটিসির জাহাজ নির্ভিক ঝালকাঠির পথে রয়েছে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, নিখোঁজদের মরদেহ উদ্ধারের রোববার সন্ধ্যায় ৭ টায় অভিযান বন্ধ করা হয়েছে। সোমবার সকালে আবারো অভিযান শুরু হবে। আজ রাতের মধ্যে নির্ভিক ঝালকাঠি পৌছে যাবে বলেও জানান তিনি।
এদিকে বিস্ফোরণে চালক কক্ষ ও কেবিনসহ জাহাজের পেছনের দিকে অংশ উড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। রোববার দুপুরে দুর্ঘটনা স্থান থেকে ২০-২৫ হাত দূরে নদীতে তা শনাক্ত করে কোস্ট গার্ড। এরপর জাহাজের ইঞ্জিনরুম থেকে গ্রিজার আব্দুস সালাম ওরফে হৃদয়ের মরদেহ উদ্ধার হয়। অপরদিকে বিস্ফোরিত জাহাজ সাগর নন্দিনী-২ নামের এ জাহাজটি থেকে প্রায় ৬ লাখ লিটার জ্বালানি তেল সরিয়ে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবার দুপুরে এ দুর্ঘটনার পর থেকে এখনও এখনো নিখোঁজ রয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ও জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপার ভাইজার চাঁদপুর সদরের মাসুদুল আলম বেল্লাল ও জাহাজের চালক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সরোয়ার হোসেন। জাহাজের উড়ে যাওয়া ওই অংশের মধ্যে নিখোঁজদের পাওয়া যেতে পারে বলে স্বজনরা ধারণা করছেন। দুর্ঘটনায় মোট ৪ দগ্ধসহ ৫ জন আহতরা চিকিৎসাধীন আছেন।