চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, একটি গুলির মাধ্যমেই বুদ্ধিজীবীদের হত্যা করা যেতো। কিন্তু তাদের কষ্ট দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক বুদ্ধিজীবীকে হত্যার বিষয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা পালিয়ে যাননি। তারা দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চবি উপাচার্য দফতরের সম্মেলন কক্ষে ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসানের সভাপতিত্বে ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ড. শিরীণ আখতার বলেন, বুদ্ধিজীবীরা জীবন দিয়ে যে দেশ দিয়ে গেছেন। আমাদের উচিত নতুন প্রজন্মের জন্য এ দেশকে তৈরি করা। এ দেশের মর্যাদা আমাদের সমুন্নত রাখতে হবে। আমরা আমাদের ছাত্রদের বুদ্ধিজীবী হওয়ার মতো করে তৈরি করতে পেরেছি কি-না ভেবে দেখতে হবে। দলমত নির্বিশেষে দেশের জন্য কাজ করতে হবে।
এর আগে সকাল ১০টার দিকে চবির বুদ্ধিজীবী চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পরে একটি শোক র্যলি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।