সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিযোগিতা বুয়েট সিএসই ফেস্ট আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যাপচার দ্যা ফ্লাগ’ (সিটিএফ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের টিম- জিরোস্কিল। শুক্রবার টিমের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৪টি দলের মধ্যে জিরোস্কিল টিম ৭০০ পয়েন্ট পেয়ে এ স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জিরোস্কিল টিমের সদস্যরা হলেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জুবায়ের আহমেদ, শাহিন রাজা, সম্রাট ভক্ত ও একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সামিউল কোরেশী সৌরভ।
টিমের সদস্য শাহিন রাজা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র আমরাই আন্তঃবিশ্ববিদ্যালয় সিটিএফ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এতে তৃতীয় স্থান অর্জন করা আমাদের জন্য আনন্দের একটা বিষয়। আমাদের টিমের সব সদস্যরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। আশা করছি সামনের দিনগুলোতে আমরা অনেক ভালো করতে পারবো।
এর আগে ১৮ অক্টোবর বুয়েটের সিএসই ফেস্ট-২০২৪ উপলক্ষে আয়োজিত ১২ ঘণ্টাব্যাপী সিটিএফ-এ অংশ নেয় আইইউ জিরো স্কিল। দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য উন্মুক্ত এই সিটিএফ-এ মোট ৩৪টি টিমকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।
প্রসঙ্গত, সাইবার নিরাপত্তা ভিত্তিক সিটিএফ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তথ্য নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা এবং বাস্তব জ্ঞান ব্যবহার করে সাইবার সিকিউরিটি সংক্রান্ত ক্রিপ্টোগ্রাফি, ওয়েব এক্সপ্লয়টেশন, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল ফরেনসিক, নেটওয়ার্ক অ্যানালাইসিস ইত্যাদি বিষয়ক বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান করে।