বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক চূড়ান্ত ভর্তি পরীক্ষা দুই শিফটে বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুনের মধ্যে এ পরীক্ষার ফল ঘোষণা করা হবে।
শনিবার (১০ জুন) বুয়েটের সিনিয়র তথ্য কর্মকর্তা শফিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম শিফটে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘মডিউল এ’ বিভাগের আবেদনকারীরা গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা দেন। দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত মডিউল ‘বি’ বিভাগে আবেদনকারীরা স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের জন্য মুক্ত হাতে অঙ্কন, দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি প্রভৃতি বিষয়ে পরীক্ষা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে অনুষ্ঠিত প্রাক নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত মোট ছয় হাজার ২২ জন শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় ৯৯ শতাংশের বেশি ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। উত্তীর্ণরা ১,৩০৯ টি আসনে ভর্তির সুযোগ পাবেন।