বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য মূল ভর্তি পরীক্ষা শনিবার বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর জন্য মডিউল-এ, প্রকৌশল বিভাগ সমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ এর জন্য মডিউল-বি দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মডিউলÑএ সকাল ১০টা হতে দুপুর ১২টা এবং মডিউল-বি বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ভর্তি কমিটিসমূহের সভাপতি এবং কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তামিম, ডিনবৃন্দ, ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা।
রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতিতে মূল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। অধিকাংশ হলেই ৯৯ শতাংশেরও বেশী পরীক্ষার্থী উপস্থিত ছিলো।
You sent