মেধাবৃত্তি নতুন শিক্ষাক্রমের দর্শনের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। মেধাবৃত্তির কারণে শিক্ষার্থীদের মধ্যে মেধাবী ও অমেধাবী বিভাজন হয়ে যায় বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, এটি আমাদের নতুন শিক্ষাক্রমের দর্শনের সঙ্গে সাংঘর্ষিক।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষা দেয়ার সুযোগ পান। তাই, স্কুল, শিক্ষক ও অভিভাবকরা তাদের ওপর মনোযোগ দেন। যা নতুন শিক্ষাক্রমের দর্শনের সঙ্গে সাংঘর্ষিক। নতুন শিক্ষাক্রমে আমরা চাই সব শিক্ষার্থীকে সমান তালে এগিয়ে নিতে।
তিনি আরো বলেন, মেধাবৃত্তির ব্যবস্থা দীর্ঘকাল ধরে ছিলো। এটার ফলে মেধাবী ও অমেধাবীদের ভেতর বিভাজন সৃষ্টি হয়। যা নতুন শিক্ষাক্রমের দর্শনের সঙ্গে সাংঘর্ষিক।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।