দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: চার বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীর বৃত্তি নিয়মিত করা হয়েছে। এই শিক্ষার্থীরা এক বছর পড়াশোনা বিরত থাকায় তাদের প্রতিষ্ঠান প্রধানের আবেদনের প্রেক্ষিতে বৃত্তি স্থগিত করা হয়েছিলো।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
জানা যায়, এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া এসব শিক্ষার্থীদের একটি অংশ বিলম্বে ভর্তি ও প্রতিষ্ঠান পরিবর্তনের কারণে এক বছর পড়াশোনা থেকে বিরত থাকেন। এ জন্য তাদের বৃত্তি আটকে যায়।
এসব শিক্ষার্থীদের মধ্যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২১ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৩ জন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীর বিলম্বে ভর্তি ও প্রতিষ্ঠান পরিবর্তনের কারণে এক বছর পড়াশোনা থেকে বিরত থাকেন।