তীব্র গরমের কারণে বৃহস্পতিবার সব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বিষয়টি জানিয়ে বুধবার আদেশ জারি করা হয়েছে। তবে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হলেও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আদেশে কিছু বলা হয়নি।
অধিদপ্তরের ভোকেশনাল শাখার পরিচালক মো. সালাহউদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
এর আগে বৃহস্পতিবার হাইস্কুল ও মাদরাসার ক্লাস ও বন্ধ ঘোষণা করা হয়েছে তীব্র তাপপ্রবাহের কারণে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।