বেইলি রোড ট্র্যাজেডি: এতো মৃত্যুর দায় কার

ইমরান ইমন |

সম্প্রতি নিউ বেইলি রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। আরো বহুজন মারাত্মকভাবে আহত হয়েছেন। জানা যায়, ‘কাচ্চি ভাই’ নামে একটি রেস্তোরাঁ থেকে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
কেনো, কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু তা শেষমেষ আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে সংশয় রয়েই যায়। দেখা যায়, এসব ঘটনায় তদন্ত কমিটি হয়, প্রতিবেদন পেশ হয় কিন্তু হয় না কোনো বিচার।
অপরিকল্পিত নগরায়নের ফলে এ শহরের কোথাও কোনো নিরাপত্তার বালাই নেই। যে যেভাবে পারছে যত্রতত্র ভবন-স্থাপনা তৈরি করছে, কোনো নিয়ন্ত্রণ নেই। শহরটি দূষিত তালিকায় প্রতিনিয়ত শীর্ষ স্থান দখল করে আছে এবং বসবাসের অযোগ্য শহরের তকমা লাগিয়ে আছে।

তা ছাড়া এসব ভবন-স্থাপনায় জননিরাপত্তা নিশ্চিত হয়েছে কি না, তা দেখভালের দায়িত্ব যাদের তারা মোটা অঙ্কের মাসোহারা খেয়ে নিশ্চুপ থাকেন। দেখা যায়, সেখানে অনুমোদন দেয়ার উপায় নেই, সেখানে অনুমোদন দেয়া হচ্ছে। ৫ তলা যেখানে করার কথা সেখানে ৮-১০ তলা করা হচ্ছে। জননিরাপত্তার দিকে কোনো নজর নেই! 

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনার বাস্তবতায় আরেকটি বিষয় আলোচনা করার প্রয়োজনবোধ করছি। তা হলো এদেশের ফায়ার সার্ভিস জন্য উন্নত ও আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা। ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক সাহসী ও উদ্যমী। কিন্তু তাদের বহরে এখনো উন্নত ও আধুনিক সরঞ্জাম নেই। তাদের বহরে হেলিকপ্টার, উচ্চতা সম্পন্ন ইমার্জেন্সি মই, আধুনিক যন্ত্রপাতি যুক্ত হতে হবে।

বাংলাদেশ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। প্রায় এ দেশকে বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হতে হয়। আর ফায়ার সার্ভিস তখন প্রাণভোমরা হয়ে দাঁড়ায় মানুষের মাঝে। খিচুড়ি রান্না, পুকুর খনন শেখা, রেললাইন দেখা ইত্যাদি অমূলক কাজে সরকারের অনেক অর্থই তো অপচয় হয়। বিভিন্ন খাতে অপচয় ব্যয় থেকে কাটছাঁট করে এবার না হয় ফায়ার সার্ভিস বাহিনীর আধুনিকায়নে এবং তাদের দক্ষতা বৃদ্ধির কাজে কিছু অর্থ ব্যয় হোক। এটা দেশের জন্য সুফল বয়ে আনবে।

বেইলি রোড ট্র্যাজেডিতে অসংখ্য মায়ের বুক খালি হয়ে গেলো; কারো বাবা, কারো বন্ধু, কারো ভাই, কারো স্বামী এবং কারো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটাও অকাল এই করুণ মৃত্যুর শিকার হলেন। কিন্তু এ দায় কে নেবে? যদিও এদেশে এখন কোথাও কোনো কিছুতে কারো কোনো দায় নেই! এ শহরে ইট-পাথর থেকে শুরু করে সবকিছুর মূল্য আছে। শুধু মূল্য নেই মানুষের জীবনের! 

লেখক: গবেষক ও কলামিস্ট

 


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0029621124267578