দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নামে ভুয়া ইমেইল আইডি খুলে মিথ্যা বার্তা প্রেরণ করা হচ্ছে।
শনিবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক মোহাম্মদ আলী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে [email protected] ইমেইল আইডি থেকে একটি অসাধু মহল বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠাচ্ছে। কিন্তু এই ইমেইল উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নয় এবং এর সঙ্গে অত্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। ওই বিষয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
স্ক্যামের উদ্দেশ্যে তৈরি করা এই ইমেইল আইডিটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সবাইকে এই ইমেইল আইডি থেকে আসা সব বার্তা পরিহার করে চলার জন্য এবং এ বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়।