বেসরকারি ডেন্টালে ভর্তি খরচ কমতে যাচ্ছে

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : দেশের বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি ফি ৮ লাখ টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অনুমোদন পেলে আসন্ন ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এটি বাস্তবায়ন হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি ফি ছিল ১৯ লাখ ৪৪ হাজার টাকা। আবেদন ফি বেশি হওয়ায় অনেক বেসরকারি ডেন্টাল কলেজ শিক্ষার্থী পায়নি। অধিক সংখ্যক শিক্ষার্থীকে ডেন্টালে ভর্তি করানোর উদ্দেশ্যে ভর্তি ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ওই সূত্র আরও জানায়, মূলত ‘বেসরকারি ডেন্টাল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন’ ভর্তি ফি কমানোর প্রস্তাব করেছে। প্রস্তাবনা অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ডেন্টালে ভর্তি ফি ১১ লাখ টাকা করার কথা বলা হয়েছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) ডা. এ এফ এম শহীদুর রহমান বলেন, ‘বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি ফি ৮ লাখ ৪৪ হাজার টাকা পর্যন্ত কমানোর প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে ডেন্টালে ভর্তি হতে একজন শিক্ষার্থীর খরচ পড়বে ১১ লাখ টাকা। আমরা বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখছি।’

দেশে বর্তমানে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ এবং ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে ৫ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ভর্তি ফি কমানোয় শিক্ষার্থী ভর্তির আরও হার বাড়বে। মধ্যবিত্তরাও চিকিৎসা বিষয়ে পড়ালেখার সুযোগ পাবেন।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, ‘বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি ফি বেশি হওয়ায় শিক্ষার্থীরা এখানে পড়ার আগ্রহ দেখান না। বিষয়টি অনুধাবন করে ডেন্টালে ভর্তি ফি কমানোর প্রস্তাব করা হয়েছে। ভর্তি ফি কমলে অনেক শিক্ষার্থী বেসরকারি ডেন্টালে পড়ার আগ্রহ দেখাবে।’

তিনি আরও বলেন, ‘শুধু ভর্তি ফি কমালেই হবে না। মানসম্মত শিক্ষাও নিশ্চিত করতে হবে। আপনি ভর্তি ফি কমালেন তবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করলেন না তাহলে চলবে না। দুটোই নিশ্চিত করতে হবে। শিক্ষার মানের সঙ্গে আপোস করলে এটি চিকিৎসা পেশার জন্য খারাপ হবে। দেশের মানুষ সঠিক চিকিৎসা পাবে না বলেও জানান তিনি।’


পাঠকের মন্তব্য দেখুন
ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ - dainik shiksha ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর - dainik shiksha শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস - dainik shiksha এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024609565734863