বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাড়ছে

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ধারাবাহিকভাবে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো বছর বাড়ে, আবার কোনো বছর কমে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ ৪৮তম বার্ষিক প্রতিবেদনে দেয়া ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে ২০২১ খ্রিষ্টাব্দের তথ্য পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে।

দেশে ৫৩টি সরকারি বিশ্ববিদ্যালয় (২০২১ খ্রিষ্টাব্দে ৫০টি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ১০৮টি (৯৯টির কার্যক্রম ছিল) রয়েছে।

ইউজিসির তথ্য বলছে, সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে ২০২১ খ্রিষ্টাব্দে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০২০ খ্রিষ্টাব্দে বিদেশি শিক্ষার্থী ছিল ২ হাজার ৩১৭। ২০২১ খ্রিষ্টাব্দে কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৮১ জনে। মূলত সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী কমায় মোট সংখ্যাটা কমেছে। 

ইউজিসি বলছে, ২০২০ খ্রিষ্টাব্দে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ছিল ৭৬৭ জন। পরের বছর কমে দাঁড়ায় ৬৭৭ জনে। তবে ২০১৯ খ্রিষ্টাব্দের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২০ খ্রিষ্টাব্দে বিদেশি শিক্ষার্থী বেড়েছে। 

অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে ধারাবাহিক বিদেশি শিক্ষার্থী বাড়ছে। ২০১৮ খ্রিষ্টাব্দে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ছিল ১ হাজার ৩৮৬ জন। পরের বছর বেড়ে ১ হাজার ৪৬৭, ২০২০ খ্রিষ্টাব্দে ১ হাজারে ৫৫০ এবং ২০২১ খ্রিষ্টাব্দে বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬০৪ জনে।

৩৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমবেশি বিদেশি শিক্ষার্থী পড়ালেখা করছেন। ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ সুদান, চীন, জাপান, ইয়েমেন, ফিলিস্তিন, গাম্বিয়া, নাইজেরিয়া, রুয়ান্ডা, ঘানা, মরক্কো, কোরিয়া, ইরান, তানজানিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া, সোমালিয়া, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

আবাসিক সুবিধা

ইউজিসির বার্ষিক প্রতিবেদনে দেশের সরকারি (জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বাদে) ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক সুবিধা পাওয়া শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীর পরিসংখ্যানও তুলে দেওয়া হয়েছে।

২০২১ খ্রিষ্টাব্দের তথ্য অনুযায়ী সরকারি ৫০ বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল ২ লাখ ৮৯ হাজার ৬৪৫ জন। এসব বিশ্ববিদ্যালয়ের ২৬০টি আবাসিক হল বা ডরমিটরিতে আবাসিক সুবিধা পান ১ লাখ ৪ হাজার ৮৫২ বা ৩৬ শতাংশ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর মধ্যে ৬১ হাজার ৭০১ ছাত্র এবং ৪৩ হাজার ১৫১ ছাত্রী।

অবশ্য হলগুলোর বাস্তব চিত্র ভিন্ন। কারণ, হলে প্রকৃত আসনের বাইরেও অসংখ্য শিক্ষার্থী থাকেন। বিশেষ করে ছাত্রদের আবাসিক হলগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। এগুলো মূলত ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতারা নিয়ন্ত্রণ করেন। এখন যেমন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতারা এসব নিয়ন্ত্রণ করেন। অনেক হলে ‘গণরুম’ রয়েছে। ফলে আবাসিক কক্ষে পড়ার সুবিধা খুবই অপ্রতুল। এ জন্য বিনিয়োগ বাড়িয়ে আবাসিক সুবিধা বাড়ানোর দাবি দীর্ঘদিনের।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাত্র সাড়ে ৩ শতাংশ শিক্ষার্থী আবাসিক সুবিধা পান। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থী ৩ লাখ ১০ হাজার ১০৭ জন। তাঁদের মধ্যে আবাসিক সুবিধা পান ১০ হাজার ৮৪৬ শিক্ষার্থী।


পাঠকের মন্তব্য দেখুন
৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.004727840423584