বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজে আগামী শিক্ষাবর্ষ (২০২২-২৩) থেকে এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি ৩ লাখ ২৪ হাজার টাকা বা ১৭ শতাংশ বাড়িয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে ৯ ফেব্রুয়ারি এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি বাড়ানোর বিষয়ে বৈঠক হয়। এতে ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা করা হয়েছে, যা ২০১৮ সালের ১৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনে ১৬ লাখ ২০ হাজার টাকা ছিল।
বেসরকারি মেডিক্যালে কলেজ ও ডেন্টাল কলেজের ভর্তি ফি বাড়ানোয় শিক্ষা সংকুচিত হবে এবং মেধাবীরা চিকিৎসক হওয়া থেকে বঞ্চিত হবে বলে মনে করছেন মেডিক্যাল শিক্ষাবিদেরা।