বোরকা পরায় ছাত্রীকে গালি, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি |

লালমনিরহাট সদরে বোরকা পরে ক্লাসে আসায় এক ছাত্রীকে ভর্ৎসনা করার অভিযোগ উঠেছে। পূর্ব সাপটানা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস আলীর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সালিসের চেষ্টা করা হলেও গতকাল সোমবার শিক্ষার্থীরাসহ এলাকাবাসী বিদ্যালয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডেকে ক্লাস ছুটি দিয়ে দেন প্রতিষ্ঠানপ্রধান ও সভাপতি।

এদিকে গতকাল দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, আইসিটি শিক্ষক ফেরদৌস গত বৃহস্পতিবার মধ্যাহ্ন বিরতির পর দশম শ্রেণিতে ক্লাস নিতে যান। এ সময় এক ছাত্রীকে বোরকা পরে আসায় ভর্ৎসনা করেন। মেয়েটি বাড়ি গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। এ ঘটনায় বিকেলে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক সালিস বৈঠক করেন এবং মেয়েটির পরিবারকে বাড়াবাড়ি না করতে হুমকি দেওয়া হয়।

বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। তাঁরা গতকাল বিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন। এতে এলাকাবাসী উপস্থিত হতে শুরু করলে সভাপতির লোকজন তাঁদের বাধা দেন। পরে সভাপতি ও প্রধান শিক্ষক জরুরি বৈঠকের কথা বলে স্কুল ছুটি ঘোষণা করেন।

এ বিষয়ে কথা বলতে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ফেরদৌসকে পাওয়া যায়নি। সেই সঙ্গে তিনি মোবাইল ফোনও রিসিভ করেননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরওয়ার বলেন, ‘আইসিটি শিক্ষক একজন ছাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। মেয়েটি অভিযোগ করায় ওই শিক্ষক তার বাড়িতে গিয়ে মাফ চেয়ে আসেন। গতকাল এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমরা জরুরি মিটিং ডেকেছি। মিটিংয়ে কারণ দর্শানোর নোটিশসহ প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘ওই স্যার তো ক্ষমা চেয়েছেন। এখানে আর কী করা লাগবে? আমরা প্রাতিষ্ঠানিকভাবে এর ব্যবস্থা নিব।’

যোগাযোগ করা হলে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী জানান, ওই শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার কাছে এর ব্যাখ্যা চাওয়া হবে। এটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতার দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতার দাবি ঢাকা কলেজের বাসে হামলা আইডিয়াল শিক্ষার্থীদের - dainik shiksha ঢাকা কলেজের বাসে হামলা আইডিয়াল শিক্ষার্থীদের শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ‘রাজাকার’ স্লোগানের ব্যাখ্যা দিলেন উপদেষ্টা নাহিদ - dainik shiksha ‘রাজাকার’ স্লোগানের ব্যাখ্যা দিলেন উপদেষ্টা নাহিদ ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে - dainik shiksha ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0051529407501221