বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষা প্রতিষ্ঠানের অনুদানভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন-২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২০২৪ খ্রিষ্টাব্দের মে মাস পর্যন্ত এক বছরের বেতন-ভাতার চেক ছাড় হয়েছে। এসব শিক্ষকদের বেতন বাবদ চারটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের জুন মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ভাতাসহ এক বছরের বেতন-ভাতা বাবদ অর্থের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতাদি উত্তোলন করা যাবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।