ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে মো. সুমন বাবু (১৭) নামের সদ্য এসএসসি পাস এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন রাজেন্দ্র পুর গ্রামের অটোরিকশা চালক মো. মানিক মিয়ার ছেলে। তিনি এবছর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ও ছয়গড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, সুমন ও তার কয়েকজন বন্ধু রাতে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যান। এসময় বৈদ্যুতিক খুঁটির মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে নিহত সুমনের প্রতিবেশি মোঃ নাজির মিয়া বলেন, সুমন খুব কষ্ট করে লেখাপড়া করেছে। সে মাত্র তিন দিন আগে প্রকাশিত এসএসসি পরীক্ষায় পাস করেছে। রাতে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের সংযোগ দেয়ার সময় আহত হয়ে মারা গেছে।
সুমনের মা বলেন, অনেক কষ্ট করে আমার বাবারে (সুমন) লেখাপড়া করিয়েছি বড় হয়ে সংসারের হাল ধরবে এ আশায়। এখন আমার বাবা আর নাই। এ কথা বলেই জ্ঞান হারান তিনি।