বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের আইন পেশার টাইটেল ‘ব্যারিস্টার’ শব্দ ব্যবহার নিষিদ্ধের দাবিতে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান আইন সচিব ও বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের উদ্দেশে এ নোটিস পাঠান। নোটিসের ৩০ দিনের মধ্যে ব্যারিস্টার শব্দ নিষিদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবী। ব্যত্যয় হলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানান তিনি।
নোটিসে বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন ‘দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২’ অনুযায়ী বাংলাদেশে যারা আইনজীবী তাদের ‘অ্যাডভোকেট’ নামে অভিহিত করা হবে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে তাদের আইনজীবীদের বিভিন্ন নামে ডাকা হয়। যেমন ইংল্যান্ডে আইন পেশায় নিয়োজিতদের ‘ব্যারিস্টার’, আমেরিকায় ‘অ্যাটর্নি ইন ল’, চীনে ‘লুশি’ এবং জাপানে আইনজীবীদের ‘বেঙ্গোশি’ বলা হয়। বাংলাদেশে আইনজীবীদের একমাত্র পেশাগত উপাধি হলো ‘অ্যাডভোকেট’।
এতে বলা হয়, বাংলাদেশের ভূখণ্ডে ‘অ্যাডভোকেট’ শব্দ ছাড়া বিদেশি কোনো রাষ্ট্রের আইন পেশার টাইটেল ব্যবহার করা বৈধ নয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিদেশি এবং সাবেক ঔপনিবেশিক রাষ্ট্র ইংল্যান্ডের আইনজীবীদের টাইটেল ‘ব্যারিস্টার’ ব্যবহার করা হচ্ছে, যা পুরোপুরি অবৈধ। এ শব্দ ব্যবহারের ফলে বাংলাদেশের আইন পেশার বৈধ টাইটেল ‘অ্যাডভোকেট’ শব্দটি অবমূল্যায়িত হচ্ছে।