করোনা মহমারি পরবর্তী সময়ে বৈশ্বিক মন্দায় সব কিছুর মূল্য আগের তুলনায় বেড়েছে অনেক। সব কিছুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি মাত্র ছাত্রী হল। বিশ্ববিদ্যালয়ের বাকি সব শিক্ষার্থীদেরই তাই থাকতে হয় পুরান ঢাকার আশেপাশে ফ্ল্যাট বাসায় অথবা মেসে।
এদিকে ব্যয় বৃদ্ধির ফলে অপ্রতুল আবাসিক সুবিধা থাকা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের খাদ্যাভাসে পরিবর্তন এসেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারমূল্য বৃদ্ধির পাশাপাশি বাড়িভাড়া, গ্যাস ও বিদ্যুৎ বিল বৃদ্ধিতে একরকম দূর্বিষহ জীবনের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। রাজধানীতে টিকে থেকে পড়াশোনা চালিয়ে যেতে বিভিন্ন খাতে ব্যয় কমাতে হচ্ছে শিক্ষার্থীদের। মেসে থাকা অনেক শিক্ষার্থীরই সকাল কাটছে না খেয়ে। খালি পেটে ক্লাসে মনোযোগী হতেও সমস্যা হয় বলে জানান অনেকে।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতেও খাবারের দামে শিক্ষার্থীদের জন্য নেই কোনো ছাড়। অন্যদিকে টিএসসিতে খাবারের মান ভালো না আবার দামেও কোনো কমতি নেই। একই অবস্থা একমাত্র ছাত্রী হলও। হলে বেশিরভাগ সময় থাকে না গ্যাস, যার ফলে হলের ক্যান্টিনেই খেতে হয় ছাত্রীদের। কিন্ত ক্যান্টিনের খাবারের মান ভালো না বলে অভিযোগ আছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাইয়াজুল আজাদ রুদ্র দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের হল নেই, মেসেই থাকতে হয়। এখন জিনিসপত্রের যে দাম তাতে টিকে থাকা দুর্বিষহ হয়ে পড়েছে এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারের দাম আর বাইরের হোটেলের দামও সমান। টিএসসির পরিবেশ অস্বাস্থ্যকর এবং দামও বেশি। এভাবে আসলে টিকে থাকা কষ্টকর।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সব কিছুরই দাম বেড়েছে, গ্যাস বিল আগের চেয়ে বেশি দিতে হচ্ছে। বাড়িভাড়া ও বাড়িয়েছে মালিকরা। হল না থাকায় আমরা বিপাকে পড়েছি। এত খরচ পরিবারের পক্ষে চালানোও দায় হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়ার খাবারের মূল্য যেন কমানো হয়। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ভর্তুকি দেয়ার দাবি জানান তারা। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসের প্রথম ভাগের কাজ এগোচ্ছে ধীর গতিতে। শিক্ষার্থীদের চাওয়া যত দ্রুত সম্ভব নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের হলগুলোর কাজ যেন শেষ করা হয়। এতে আবাসিক সংকট থেকে উত্তরণ ঘটবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।