বিনামূল্যে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের জন্য প্রথমবারের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রাজিল সরকার। এই স্কলারশিপের আওতায় ব্রাজিলের শতাধিক সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যামে এই তথ্য জানানো হয়। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৪।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। মাধ্যমিক ও সমপর্যায়ের পরীক্ষায় নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। তবে ব্রাজিলে থাকা-খাওয়ার খরচ শিক্ষার্থীকেই বহন করতে হবে। এ জন্য শিক্ষা চলাকালে ব্রাজিলে জীবনধারণের ব্যয় বহন করা শিক্ষার্থীর পক্ষে সম্ভব হবে কি না, এ–সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান সময়ে ব্রাজিলে জীবনধারণের ব্যয় মাসে ন্যূনতম ৪০০ ডলার বা প্রায় ৪৭ হাজার টাকা।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.gov.br/mre/pt-br/assuntos/cultura-e-educacao/temas-educacionais/divisao-de-temas-educacionais