কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। সেলেসাওদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শেষ চারে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর কৌশল জানালেন ক্রোয়েশিয়ার কোচ জলাটকো দালিচ। বেশি কৃতিত্ব দিলে ক্রোয়াটদের রক্ষণভাগকে।
তার দাবি, ক্রোয়েশিয়া মিডফিল্ডে সেরা। শুধু সেরা নয়, বিশ্বসেরা।
তিনি বলেছেন, মিডফিল্ডারদের গতির সঙ্গে প্রতিপক্ষের গতিও রোধ করার দক্ষতা রয়েছে। ফুটবলাররা ব্রাজিলকে মিডফিল্ডে দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে।
জলাটকো দালিচ বলেন, টাইব্রেকার আমাদের অন্যতম শক্তি। তবে আমরা ম্যাচেও নিয়ন্ত্রণ রাখি। গোলরক্ষক লিভাকোভিচই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। নিঃসন্দেহে সে (লিভাকোভিচ) ম্যাচের মূল চরিত্র। ব্রাজিলের ফুটবলাররা তার সামনে এসে আত্মবিশ্বাস হারিয়েছে। দারুণ সেভ করেছে সে।