দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : ব্রাক বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও গণহতা দিবস পালনে রিমেম্বারিং দ্য ১৯৭১ জেনোসাইড শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘প্রিয় স্বাধীনতা’ শীর্ষক ডিজিটাল মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী-কর্মী অংশগ্রহণ করেন।
এতে বৈচিত্র্যময় এবং চিত্তাকর্ষক বিভিন্ন প্রশ্ন প্রতিযোগীদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে আরো ভালোভাবে বুঝতে সহায়তা করেছে।
শিক্ষার্থীরা যেনো বাংলাদেশের দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সর্ম্পকে আরো গভীরভাবে জানতে পারেন সেই লক্ষ্যেই এই কুইজ প্রতিযোগিতার আয়োজন।
এ ছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রিমেম্বারিং দ্য ১৯৭১ জেনোসাইড শীর্ষক আলোচনায় পাক হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থী আসিফ ইকবাল খান নুহাশ, শামিউর রহমান এবং মো. জাওয়াদুল হক, নিউ ক্যাম্পাস-এর সাইট ইঞ্জিনিয়ার মো. মাহতাব উদ্দিন, আইটি সিস্টেমস অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল মালেক এবং ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মো. ইশমাম তাসিন।
কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা লাভ করেছি। মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারীদের এই রক্ত বৃথা যেতে দেয়া যাবে না।